বাঙালির দুর্গাপুজো এখন বিশ্বজনীন। বাংলার সেরা উৎসব পেয়েছে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি। বাঙালির প্রাণের এই উৎসবে বাংলা ভাষা যদিও চিরকাল ব্রাত্যই থেকে গিয়েছে। এবার পুজোয় তাই 'সংবাদ প্রতিদিন ডিজিটালের উদ্যোগ 'পুষ্পাঞ্জলি #ChantBangla' । বাংলার শ্রেষ্ঠ উৎসবে সগৌরবে জায়গা পাক বাঙালির মাতৃভাষা। অর্থ না বুঝে ভুল উচ্চারণে সংস্কৃত মন্ত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার বদলে বাঙালি অঞ্জলি দিক বাংলা ভাষাতেই।
পুষ্পাঞ্জলির সংস্কৃত মন্ত্রের বঙ্গানুবাদ করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, পবিত্র সরকার এবং কালীপ্রসন্ন ভট্টাচার্য। বাংলা ভাষায় উচ্চারিত পুষ্পাঞ্জলি মন্ত্রেই সার্থক হয়ে উঠুক বাঙালির মাতৃ-আরাধনা।
এবার থেকে নাহয় মায়ের ভাষাতেই হোক মায়ের পুজো!
শুনতে ক্লিক করুন
নেপথ্যে যাঁরা
শিক্ষাবিদ
ভাষাবিদ
পুরোহিত
সংবাদ প্রতিদিন ডিজিটালের এই উদ্যোগে শামিল হতে আপনার পাড়া/আবাসনের পুজোতেও অষ্টমীর সকালে আয়োজন করুন বাংলা মন্ত্রে পুষ্পাঞ্জলির।
ডাউনলোড করুন বাংলা মন্ত্রের পিডিএফ ও অডিও ফাইল। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা মন্ত্রের এই অডিও ফাইলটির মাধ্যমেও অঞ্জলির ব্যবস্থা করা যেতে পারে।
বিশ্ব জুড়ে বাঙালি অঞ্জলি দিক বাংলা ভাষায়।
এই উদ্দেশ্যেই সংবাদ প্রতিদিন ডিজিটালের প্রয়াস
পুষ্পাঞ্জলি #ChantBangla।
এই উদ্যোগের সঙ্গে সহমত হলে নিচের বাটনটি ক্লিক করুন।